বিশেষ প্রতিনিধি :অপূর্ব ধর
২৮ মে মঙ্গলবার এই ঘটনা ঘটে,
নিহত মাহমুদুল পিতা বদিউল আলম, দৈনিক বিকেল বার্তাকে জানায় মাহমুদুল ছদাহার একটি মংস্য ঘেরে দিনমুজুরের কাজ করত,পাশ্ববর্তী একটি চায়ের দোকানে ১৭ টাকা বকেয়া জের ধরে ঝগড়া সৃষ্টি হয়। নিহতের বড়ো ভাই এনাম বকেয়া পরিশোধ করে ঘটনা সমাধান করেন, দুপূরে ওই চায়ের দোকানে ফের একই বিষয় নিয়ে বাকবিতর্ক হয়।এক পযায়ে ২০/ ২৫ জন কিশোর গ্যাং এসে মাহমুদুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।স্থানীয়রা মাহমুদুল কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এই ঘটনায় সাতকানিয়া থানার (ওসি) প্রিটন বলেন, ঘটনা স্থল থেকে মোটরসাইকেল উদ্ধার করেন এবং আসামিদের শ্রীঘই আইনের আওতায় আনা হবে।