শাহজালাল সুজন
তারিখ- ১৯/০৬/২০২৪
দিনে দিনে যাচ্ছে কমে
পশুর চামড়ার দাম,
চামড়া প্রস্তুত করতে কত
ছুটে দেহের ঘাম।
সিণ্ডিকেটের ব্যবসায়ী
সব জায়গাতে পাই,
কুরবানিতে পশুর চামড়া
মূল্যটা যে নাই।
শত লক্ষ পশু কুরবান
এই দেশেতে হয়,
নামে মাত্র মূল্য দিয়ে
ট্যানারির হয় জয়।
চামড়ার তৈরি পণ্য কিনতে
চোখে ঝরে জল,
চামড়া শিল্পের বেহাল দশায়
ভাঙে মনের বল।
উদ্যোক্তাদের ন্যায্যমূল্য
যদি না পায় আর!
এমন করেই চামড়া শিল্পে
রুদ্ধ হবে দ্বার।