স্টাফ রিপোর্টার:
খুলনার প্রানকেন্দ্র ইকবাল নগর
৩৬, আয়েশা কটেজে খুলনা আর্ট একাডেমি অবস্থিত। এটি একটি শিল্প সাংস্কৃতিক প্রতিষ্ঠান।২০০৩ সাল থেকে এই প্রতিষ্ঠান চিত্রশিল্পী মিলন বিশ্বাস পরিচালনা করেন। এজন্য খুলনা তথা দেশের অনেক গুণীজনের সাথে পরিচয় ঘটেছে। তাদের মধ্যে ডাঃ সোহেল রানা
একজন আদর্শ ডেন্টাল চিকিৎসক,তিনি আড়াইশো বেড খুলনা সদর হাসপাতালে নিয়োজিত আছেন।
আমি দীর্ঘ বছর ধরে তাকে দেখে আসছি আমাদের সমাজে যারা দিন দরিদ্র অবহেলিত দূস্ত পরিবার এক কথায় বলা যেতে পারে যারা অসহায় অর্থের অভাবে চিকিৎসা করতে সক্ষম হয় না এরকম কোন পেসেন্ট তার কাছে গেলে তিনি সবসময় কোন অর্থ ছাড়াই সকল চিকিৎসা সম্পন্ন করেন। তিনি অত্যন্ত আদর্শবান একজন চিকিৎসক।তার পিতা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তার আদর্শতা নিয়ে দেশের সেবা করছেন। তাই তার আদর্শতা চিত্রশিল্পী মিলন বিশ্বাসকে মুগ্ধ করেছে। তার এই সমাজসেবা কর্মকাণ্ডের জন্য সাধারণ মানুষকে ভালোবাসার জন্য সম্মাননা স্মারক পেয়েছেন বিভিন্ন সংগঠন থেকে যেমন খুলনা মিউজিক ক্লাবের পক্ষ থেকে তাকে আদর্শ চিকিৎসক উপাধি দিয়েছেন।এ ধরনের দেশ প্রেমিক মানুষদের সেলুট জানান। আজ সনাতন ধর্মের শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে খুলনা আর্ট একাডেমি বন্ধ থাকায় ডাক্তারের সাথে ফোনে কথা বলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস।তখন জানতে পারে তিনি শারীরিকভাবে অসুস্থ তাই শিল্পী দেখা করার জন্য তার চেম্বারে সন্ধ্যার সময় রোগী দেখেন তাই ৩১, আহসান আহমেদ রোড, পিটিআই মোড়, (২য় তলা), চেম্বার আর. এম. ডেন্টাল (রুট ক্যানেল সেন্টার) পিটিআই মোড় খুলনা। অনেকদিন পরে ডাক্তার সাহেবের সাথে দেখা করতে যাওয়ার জন্য শিল্পীর মনে তাৎক্ষণিক এই গুণী মানুষের হাতে চিত্রশিল্পী মিলন বিশ্বাস স্মৃতি স্বরূপ কিছু তুলে দেওয়ার চেষ্টা করেন। তিনি একজন দাঁতের ডাক্তার তাই একটি দাঁতের মধ্যে ডাক্তারের নামটি লিখে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এই ধরনের ছবিকে ক্যালিগ্রাফী আর্ট বলে। বিকালে খুলনা আর্ট একাডেমি প্রতিষ্ঠানটি বন্ধ ছিল তাই ডাক্তারের সঙ্গে দেখা করলে দেশ সম্পর্কে এবং সাধারণ মানুষ সম্পর্কে অনেক সুন্দর আলোচনা একটি সুন্দর মুহূর্ত হবে এমন চিন্তা ভাবনা করে ডাক্তারের চেম্বারে ঢুকলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস। তখন ডাক্তারের পরিবার সহ অনেক রোগী উপস্থিত ছিলেন। চিত্রশিল্পী মিলন বিশ্বাস ডাক্তারের হাতে তুলে দিলেন তার শিল্পকর্মের নতুন ধারা ক্যালীগ্রাফি আর্ট।এমন করে গুণী মানুষদের স্মৃতিচিহ্ন দিতে চান চিত্রশিল্পী মিলন বিশ্বাস। তিনি বর্তমানে শারীরিক ভাবে অসুস্থ রয়েছেন তাই ডাক্তারের জন্য সকলের কাছে দোয়া চান তিনি মানুষের সেবা করেন কিন্তু তিনিও অমর নয় তাই আপনারা সবাই এই গুণী মানুষ সেবা দেওয়ার মহান ব্যক্তির জন্য শুভ কামনা করবেন। তিনি যেন দ্রুত পূর্ণাঙ্গ সুস্থ হয়ে মানুষের সেবায় নিয়মিত নিয়োজিত থাকতে পারেন। এমন প্রত্যাশায় চিত্রশিল্পী মিলন বিশ্বাস প্রতিষ্ঠাতা পরিচালক খুলনা আর্ট একাডেমি।