ইমরান সরকার স্টাফ রিপোর্টার:- বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র ও যুব বিভাগ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৪ নং বরিশাল ইউনিয়ন শাখার ২০২৫-২০২৬ সেশনের চূড়ান্ত কমিটি সম্পন্ন ঘোষণা হয়েছে।
রবিবার সন্ধা সাড়ে ৭ টায় সাবদিন নতুন বাজার হাফেজিয়া মাদ্রাসা মাঠে উপস্থিত হয়ে আলোচনা সভা শুরু করা হয়।আলোচনার শুরুতে যুব বিভাগের বরিশাল ইউনিয়ন সভাপতি মো:- হামিদুল ইসলাম এর অনুমতি নিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়।
শুরুতেই কোরআন তেলায়ত দিয়ে শুরু করেন হাফেজ মো:- আল ইমরান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণমানুষের নেতা পলাশবাড়ী- সাদুল্যাপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নজরুল ইসলাম (লেবু), বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ নং বরিশাল ইউনিয়নের আমির জননেতা শামীম আহমেদ প্রধান,
আরও বক্তব্য প্রদান করেন মানিক মিয়া,শাকিল আহমেদ, মাহমুদুল হাসান পলাশ,বাংলাদেশ জামাতে ইসলামী যুব বিভাগের সভাপতি শামীম হাসান।
জনাব শামীম হাসান পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
সভাপতিঃ মো:- হামিদুল ইসলাম,
সেক্রেটারিঃ মো:- মাসুদ রানা,
সাংগঠনিক সম্পাদকঃ মো:- লিমন মিয়া,
সহ সাংগঠনিকঃ মো:- জাহাঙ্গীর মিয়া,
বায়তুলমাল সম্পাদকঃ মো:- সাহেব মিয়া,
মিডিয়া ও প্রচার সম্পাদকঃ মো: ইমরান সরকার,
অফিস সম্পাদকঃ মো:- সামিউল ইসলাম,
ক্রীয়া সম্পাদকঃ মো:- শামীম মিয়া,
মানব কল্যাণ সম্পাদকঃ মো:- মুকুল মিয়া,
সদস্য, বাবুল মিয়া,মোস্তফা মিয়া,দুলাল,আতাউর রহমান,কালাম মিয়া।
সম্পূর্ণ আলোচনা সভা পরিচালনা করেন মাসুদ রানা।
প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা করা হয়,
শেষে মুনাজাত পরিচালনা করেন ৪ নং বরিশাল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর
সেক্রেটারী মাওলানা মো:- বেলাল হোসেন।