আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জে”সাংস্কৃতিক আলোর দিশারী” নামের একটি সামাজিক সংগঠন গতকাল বুধবার বিকাল ৪ ঘটিকার সময় কমলমতি শিশুদের চিত্রাঙ্কন প্রদর্শনীর আয়োজন করে।
বন্দনা দেবের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়,এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জকিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মাজেদা রওশন শ্যামলী,
তিনি বলেন ছাত্র -ছাত্রীদের চাঞ্চল্যকর জীবনে ফিরিয়ে আনতে সাংস্কৃতিক বিকল্প নেই। আমাদের ছাত্ররা আজ বিষন্নতায় ভুগছে, মদ জুয়া হিরোইনে আসক্ত হচ্ছে!খেলা-দোলা,শরির চর্চা,সাংস্কৃতিকের মাধ্যমে তাদেরকে চাঞ্চল্যকর জীবনে ফিরিয়ে আনা সম্ভব।
তিনি আরো বলেন, আমি ব্যক্তিগতভাবে একজন সাংস্কৃতিক মতের মানুষ, আমাদের জকিগঞ্জে এরকম একটি সামাজিক সংগঠন আসলেই প্রশংসনীয়, যাদের ছাত্ররা স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত মেধা বিকাশে অবদান রাখছে এবং পুরস্কৃত হচ্ছে। আমি অত্যন্ত আনন্দিত আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে। পরিচালক Hepy Rani Das কে ধন্যবাদ জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে এমন একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করার জন্য।
বিশেষ অতিথির বক্তব্যে সার্জেন্ট (অব:)বেলাল আহমদ বলেন, ছোট্ট ছোট্ট সোনামণিদের চিত্র প্রদর্শন দেখলে গ্রাম বাংলার সেই অতীত ইতিহাস আমাদের সামনে ভেসে ওঠে। আমি আশাবাদী তাদের মধ্যে কেউ না কেউ জয়নুল আবেদীন হয়ে উঠবে।
আরো বক্তব্য প্রদান করেন, পূবালী ব্যাংক কালিগঞ্জ শাখার ইনচার্জ জাকারিয়া আহমদ, শিক্ষক নাজমুল ইসলাম,শিক্ষক দিপু হান্নান, অভিভাবক সুফিয়া কামালসহ আরও অনেক।সবাই এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের সফলতা কামনা করেন।
অবশেষে “সাংস্কৃতিক আলোর দিশারী” পরিচালক হেপি রাণী দাস সবার দোয়া ও সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।