—— রাসেল আহমেদ সাগর
তোমাকে ছুয়ে দেখার ইচ্ছে যতোটা না ছিলো
তারচেয়ে বেশী সাজিয়ে রাখার ইচ্ছে ছিলো,
বুকের ভেতর আগলে রেখে রোজ আলাপন
এটাই কি আমার অপরাধ প্রিয় তুমি নিজেই বলো?
বসন্তের কোকিল নয় ময়না পাখি হয়ে
সারাক্ষণ তোমার সাথে আমার কথোপকথন,
ঠোঁটের সাথে ঠোঁটের লেনাদেনা
শান্তশিষ্ট দুজনার দুটি দেহমন।
সাগরের উত্তাল ঢেউয়ের মত শ্যাম পিরিতের খেলা
মৌমাছির গুঞ্জন বিহীন কেবলই তোমার আমার মেলা,
ভোর নিশি নিশি ভোর এভাবেই কাটতো সময়
কোথায় হারিয়ে গেলো সেই বেলা।
আঁখি কোনে মায়া জল করে ঝলমল
বাস্তবে না হয় স্বপ্নে একটু আলতো ছোঁয়া,
জীবনের বিনিময়ে বায়ান্ন তাসে
তোমার জন্য খেলতে রাজি জোয়া।
কোথায় তুমি পিয়াসী আমার মন
করে রোজ কত শত আয়োজন,
পৃথিবীটাই বৃথা লাগে তোমাকে খোঁজে
কেবল তোমাকেই খোঁজে আমার পাগল মন।