আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ (সিলেট)প্রতিনিধি:
জকিগঞ্জের কুশিয়ারা নদীর ডাইক নির্মাণ ও জকিগঞ্জ টু শেওলা রাস্তার কাজ তড়িৎ গতিতে সম্পন্ন করার লক্ষ্যে জকিগঞ্জের সামাজিক, রাজনৈতিক ও সুশীল ব্যক্তিদের নিয়ে “আমাদের জকিগঞ্জ ” নামের একটি সামাজিক সংগঠন (২৪ ফ্রেবয়ারি) সোমবার জকিগঞ্জের ডাকবাংলা প্রাঙ্গণে দুপুর ২:৩০ মিনিটের সময় এক মতবিনিময় সভায় এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।এ মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে “আমাদের জকিগঞ্জের” আহবায়ক হিসাবে মনোনীত হয়েছেন জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র সিলেট জেলা শাখার সহসভাপতি ইকবাল আহমদ তাপাদার ও সদস্য সচিব হিসাবে মনোনীত হয়েছেন জেড টিভি’র ম্যানেজিং ডিরেক্টর ও জকিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুছ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ,জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মুসাব্বির আহমদ, জকিগঞ্জ উপজেলা যুব মজলিসের সভাপতি শাহজাহান সেলিম,জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের সহ সভাপতি কয়েছ আহমদ। জকিগঞ্জ পৌর যুব জামায়াতের সাধারণ সম্পাদক কে আই বুলবুল, খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, বিএনপি নেতা হাসান আহমদ,ফয়জুল হক, মুনিম আহমদ,শামিম আহমদ ও জামাল আহমদ প্রমুখ।