আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট থেকে।
জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের হাতিডহর গ্রামে মঙ্গলবার বিকাল ৪টার সময় বজ্রপাতে ১ যুবতীর মৃত্যু হয়েছে। নিহত যুবতীর নাম বুশরা বেগম (১৯)। সে হাতিডহর গ্রামের মোস্তাক আহমদের মেয়ে ও মিনু মিয়া মহরিরের ভাতিজি।
জানা যায়, মঙ্গলবার বিকালে ছোট বোনকে সাথে নিয়ে বাড়ীর পাশের সবজি ক্ষেতে অবস্থান করছিল বুশরা বেগম। এ সময় বিকট শব্দে বজ্রপাত হয়। সাথে সাথে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় সে। পরে পরিবারের লোকজন তাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন