আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ সিলেট থেকে: জকিগঞ্জের ঈদগাহ বাজারে মহান বিজয় দিবস উপলক্ষে খেলাফত মজলিস ৪নং খলাছড়া ইউপি শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে জকিগঞ্জের ঈদগাহ বাজারে ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬ ঘটিকার সময় খেলাফত মজলিস ৪নং খলাছড়া ইউপি শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি আলহাজ্ব মাওঃ মুখলিছুর রাহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র মজলিসের সাবেক সিলেট জেলা শাখার সভাপতি, মালেশিয়া খেলাফত মজলিসের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাঃ আব্দুর রব। খেলাফত মজলিস খলাছড়া ইউপি শাখার সাধারণ সম্পাদক মাস্টার আতা উল্লাহ’র উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,খেলাফত মজলিস নেতা আব্দুল কুদ্দুছ, জকিগঞ্জ উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হালিম৷ উপজেলা যুব মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ জালাল৷খলাছড়া ইউপি শাখার সাবেক সাধারণ সম্পাদক হাফিজ কাউছার আহমদ,বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হারুনুর রশিদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পুর্ব শাখার সভাপতি মেধাবী ছাত্র নেতা মিনহাজুল হক রিফাত। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জকিগঞ্জের ছাত্র মজলিস, যুব মজলিস ও খেলাফত মজলিসের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সাধারণ তাওহীদি জনতা।