আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট প্রতিনিধি।
জামানতের টাকা জমা নিয়ে মিটার সংযোগ দিচ্ছে না সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন জকিগঞ্জ জোনাল অফিস। প্রায় তিন মাস থেকে নতুন মিটার সংযোগের কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহক ও ইলেকট্রিশিয়ানরা।
জানা যায়, নতুন গ্রাহক হতে হলে মিটার সংযোগের জন্য অফিসের অনুমোদিত ইলেকট্রিশিয়ান দ্বারা ঘরের ওয়েরিং সম্পন্ন করে অনলাইনে আবেদন করতে হয়। আবেদন অনুমোদনের পর মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জামানত ফি জমা দেওয়ার এক সপ্তাহের মধ্যে মিটার সংযোগ দেয়া হয়।কিন্তু রমজানের পর থেকে জকিগঞ্জ জোনাল অফিস থেকে নতুন মিটার সংযোগ দেওয়া হচ্ছে না।মিটার সংযোগ না দেওয়ায় প্রতিনিয়ত শত শত গ্রাহকের তোপের মুখে পড়তে হচ্ছে কর্মকর্তা ও ইলেকট্রিশিয়ানরা।
জকিগঞ্জ পৌর শহরের বাসিন্দা জাসমিন আক্তার নামে এক গৃহবধূ বলেন, প্রায় দুই মাস পূর্বে সুলতানপুর ইউনিয়নে আমার বৃদ্ধ মায়ের জন্য একটি নতুন মিটারের আবেদন করি। আবেদনের পূর্বে অফিসের কর্মকর্তাদের কথামতো অনুমোদিত একজন ইলেকট্রিশিয়ানের মাধ্যমে ঘরের ওয়ারিং সম্পন্ন করে মিটার জামানত ফি জমা করি। কিন্তু আজ পর্যন্ত মিটার সংযোগ দেওয়া হয়নি। এ ব্যাপারে একাধিকবার ডিজিএম সহ বিভিন্ন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও কোন লাভ হয়নি। মিটারের আবেদনকারী একাধিক ভূক্তভোগী গ্রাহকের রয়েছে এরকম অভিযোগ।
খলাছড়া ইউনিয়নের ফইয়াজ আলী বলেন, জকিগঞ্জ জোনাল অফিসের এক কর্মকর্তা ওয়ারিং পরিদর্শনে বাড়িতে এসে বলেন মিটার জামানত ফি জমা করার দু-চারদিনের মধ্যে সংযোগ প্রদান করা হবে। জামানত ফি জমা করার দেড় মাস পার হলেও আজ পর্যন্ত মিটার সংযোগ দেওয়া হয়নি। একদিকে ছেলে-মেয়েরা বিদ্যুতের জন্য লেখাপড়া করতে পারছে না। অন্যদিকে গরমের জন্য চরম কষ্ট পোহাতে হচ্ছে!
অভিযোগ রয়েছে, দালালচক্রের মাধ্যমে লাইনম্যানদের হাজার পাঁচেক টাকা ধরিয়ে দিলে দ্রুত সময়ের মধ্যে মিটার সংযোগ পাওয়া যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, অফিসে গেলেই কর্মকর্তারা বলতেন তার নেই। সংযোগ পেতে সময় লাগবে। পরে অফিসে কয়েকদিন ঘুরাঘুরির পর একজনের মাধ্যমে ৫’শ টাকা উৎকোচ দিয়ে মিটার সংযোগ পেয়েছি।
জকিগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ মোতাছিম বিল্লাহ মিটার সংযোগের ব্যাপারটি স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে অফিসে সার্ভিস ড্রপ না থাকার কারণে মিটার সংযোগ দিতে পারছি না। আবেদনকারীরা কতদিন পরে সংযোগ পাবে তাও তিনি জানেন না! অবশেষে তিনি বলেন, তার আসলে দ্রুত সংযোগ দেওয়া হবে।