আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ সিলেট থেকে: সিলেটের জকিগঞ্জে ৪ আগস্টের মামলায় আরো দুজনকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। তথ্য সূত্রে জানা যায় জকিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রের উপর হামলার মামলায় ফলাহাট গ্রামের শুয়াইবুর রহমানের ছেলে ছালেহ আহমদ (২৯) ও সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুম (৪৪) কে গ্রেফতার করা হয়। জকিগঞ্জ থানা সুত্রে জানা যায়,তারা উভয়ে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গত ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।