আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট থেকে।
৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষিত তফশীল অনুযায়ী ৪র্থ ধাপে জকিগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ই জুন। ৯ মে ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। ইতিমধ্যে চেযারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়োছেন।
চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি লোকমান উদ্দীন চৌধুরী, গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ধন্ধিতাকারী সিলেট জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মর্তুজা আহমদ চৌধুরী, জমিয়ত উলামায়ে ইসলাম নেতা মাওলানা বিলাল আহমদ ইমরান, জাপা নেতা ডা. আব্দুশ শুক্কুর।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সিলেট মহানগর আল-ইসলাহ নেতা মাওলানা আব্দুস সবুর, গত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী যুবলীগ নেতা নুরুল ইসলাম সোহেল, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আজমল হোসেন, বিশিষ্ট সমাজসেবী ফারুক আহমদ লস্কর।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা মাজেদা রওশন শ্যামলী, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাছির উদ্দীনের স্ত্রী ও গত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সুলতানা আক্তার।