স্টাফ রিপোর্টারঃ- মোঃ গোলাম মোরশেদ:
প্রতিদিনের মত ৪র্থ রমজানেও জমকালো আয়োজনে বারকান্দ্রী জামে মসজিদ এর ইফতার ও দোয়া মাহফিল।
মসজিদ কমিটি এই আয়োজনে গ্রামের বিভিন্ন শ্রেনীর মানুষ উপস্থিত হচ্ছেন ইফতারে। এই ইফতার তৈরিতে সহায়তা করছেন গ্রামের তরুণ প্রজন্মের ছেলেরা। দুপুর ২টা থেকে শুরু হচ্ছে রান্না বান্না। সেই রান্না বান্না শেষে হচ্ছে ৫ টায়। রান্না শেষে মসজিদের সাদে প্রায় ৩০০/৪০০ জন সেই ইফতারে উপস্থিত হয়ে ইফতার গ্রহন করছে। সার্বিক সহায়তা করছে বারকান্দ্রী গ্রামের মোঃ নুরুন্নবী,মোঃ আব্দুর সামাদ আজাদ, মোঃ মিস্টার, মোঃ মিঠন মোঃ বাদশা, মোঃ আলম মোঃ মেহেদী হাসান (বারি), মোঃ লওশা, এবং রান্নায় বিশেষ অবদান রাখছেন মোঃ মিঠু মিয়া।