নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ রোধে জেলা পুলিশের আয়োজনে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টায় জেলার বটতলী মোড় থেকে পুলিশ লাইন গেইট পর্যন্ত ৭.৫০ কি: মি: ম্যারাথন দৌড় প্রতিযোগীতায় জয়পুরহাটসহ দেশের কয়েকটি জেলা থেকে মোট ১৫০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় পাবনা থেকে আগত প্রতিযোগি ইমরান হাসান মাত্র ২৪ মিনিটে ৭.৫০ কি: মি: অতিক্রম করে প্রথম এবং জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী আহসান হাবীব ২৭ মিনিটে দ্বিতীয় স্থান অর্জন করেন। দৌড় শেষে পুলিশ লাইন ড্রিল শেডে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতা করেন, জয়পুরহাট-১ আসনের সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী (পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত)এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করেন অতিথিরা।