ডেস্ক রিপোর্ট>>বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল দক্ষিণ সুরমা উপজেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি ( বুধবার) জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের সিলেট জেলার সভাপতি সোয়েব আহমদ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চঞ্চল স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কমিটি অনুমোদন করা হয়।
জাতীয়তাবাদী ব্যবসায়ী দল দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি হিসেবে রিপন আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে শামীম আহমদ মনোনীত হয়েছেন। কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি জাবেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ ও সাংগঠনিক সম্পাদক মো আবু সাহেদকে মনোনীত করা হয়েছে। নব গঠিত কমিটি আগামী এক মাসের মধ্যে জাতীয়াতাবাদী ঘরানার সকল ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের দক্ষিণ সুরমা উপজেলার পুর্ণাঙ্গ কমিটি করার জন্য দলীয় নির্দেশ প্রদান করা হয়েছে। – বিজ্ঞপ্তি