স্টাফ রিপোর্টার: নেত্রকোণা সিভিল সার্জন অফিসের উদ্যোগে বুধবার (২৯ মে) সকাল ১১টায় নেত্রকোণা আধৃনিক সদর হাসপাতালের ইপিআই ভবনে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন ডা. মোঃ সেলিম মিঞার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর ডা. সুইটি। সাংবাদিক সম্মেলনে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাংবাদিক মনিরুজ্জামান, চন্দন চক্রবর্তী, ম. কিবরিয়া চৌধুরী হেলিম, কবীর হোসেন চাঁন মিয়া, আজহারুল ইসলাম বিপ্লব প্রমুখ। সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বলেন, জেলার ২১৬৪টি টিকাদানকেন্দ্রে ১ লা জুন জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন পরিচালনার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।