দ্বীপক চন্দ্র সরকার:
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কালেক্ট্ররেট প্রাঙ্গনে চেতনার বাতিঘর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, মোক্তারপাড়া মাঠে শিশু সমাবেশ, আনন্দ র্যালি ও জেলা শহরের মোক্তারপাড়া পাবলিক হলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ র্যালি উদ্ধোধন করেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ড. নাদিয়া বিনতে আমিন।
জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক কর্মী চিন্ময় তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ড. নাদিয়া বিনতে আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিরোধযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব মোঃ নজরুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. সেলিম মিঞা, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারন সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ নুরুল আমিন, সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ আইয়ূব আলী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারন সম্পাদক রইছ মোহাম্মদ হাবিব খান মুক্তি প্রমুখ।