স্টাফ রিপোর্টার,মো:শুকুর আলী: সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১ ফ্রেব্রুয়ারি ২০২৫ সরকারি জুবিলি স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখা মোটরসাইকেল সহ কর্মী শোডাউন ও মিছিলের মাধ্যমে লিফলেট প্রচার প্রচারণায় এছাড়াও রয়েছে বিশ্বম্ভরপুর,তাহিরপুর উপজেলা শাখার বিভিন্ন স্থানে বাজার লিফলেট প্রচার প্রচারণায়,সুনামগঞ্জ শাখা জামায়াত ইসলামী ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় আমীর ডা:শফিকুর রহমান। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার প্রধান প্রধান সড়কগুলো মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে প্রদক্ষিণ করে বিকালে পাথারিয়া বাজার ও বিভিন্ন স্থান সড়ক প্রদক্ষিণ করে বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবু খালেদ,সেক্রেটারি দিলোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান , উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো:রায়েজ নুর,সেক্রেটারি মামুন আহমদ সহ এছাড়া ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের কয়েক শতাধিক নেতাকর্মীরা শোডাউনে অংশগ্রহণ করেন।
কর্মী সম্মেলন শোডাউন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা আমির হাফেজ আবু খালেদ উপস্থিত সবাইকে আগামী ১ ফ্রেব্রুয়ারি (শনিবার) সুনামগঞ্জ সরকারি জুবিলী স্কুল মাঠে কর্মী সম্মেলনে অংশগ্রহণে জন্য আহ্বান জানান একইসাথে সম্মেলনটি সফলভাবে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাদে কাদ মিলিয়ে কাজ করার জন্য বলেন।তিনি আরও বলেন, সুনামগঞ্জ জেলা শাখার বাংলাদেশ জামায়াতের একটি গুরুত্বপূর্ণ বড় কর্মী সম্মেলন আয়োজন এটি। এটি সফল করতে সকলে তৎপর হতে হবে। এটি ইসলামী আন্দোলনের শক্তি ও সাংগঠনিক দক্ষতাকে আরও সুদৃঢ় ও সম্প্রসারিত করবে।