জামালপুর প্রতিনিধি: ১৩ শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা ২৯ আগস্ট বৃহস্পতিবার, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের জন্য দোয়া ও তাদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা। জেলার শিল্পকলা একাডেমীর বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, বিশেষ অতিথি ময়মনসিংহ অঞ্চল পরিচালক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর ছামিউল হক ফারুকী। অনুষ্ঠানটি বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়ালের পরিচালনায় ও ভারপ্রাপ্ত জেলা আমির অধ্যাপক খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আরো বক্তব্য প্রদান করেন সাবেক জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী, মাওলানা আব্দুস সাত্তার, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, শহর আমির এডভোকেট আছিমুল ইসলাম , জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক হারুনুর রশিদ, জামালপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি আহমদ সালমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা সমন্বয়ক শামসুদ্দিন সোলাইমান ,আবু ইসহাক প্রমুখ । আওয়ামী সরকার পতনের আন্দোলন করতে গিয়ে সারাদেশে শত শত ছাত্র ও সাধারণ মানুষ শাহাদাত বরণ করেন এবং অসংখ্য মানুষ আহত হয় জামালপুর জেলা শাখার উদ্যোগে ১৩ জন শহীদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়, তারা হলেন ১.শহীদ আব্দুল্লাহ লিটন, পিতা আব্দুস সবুর মন্ডল, ২. আবুজর শেখ, পিতা মৃত তারা শেখ, ৩ মোঃ আমজাদ হোসেন আনতাজ ,পিতা-মৃত আহি মোল্লা, ৪. মোঃ সবুজ, পিতা মোহাম্মদ আলী, ৫. মোঃ জসিম উদ্দিন সরকার, জাহাঙ্গীর আলম খোরাক, ৬.মোঃ মিজানুর রহমান পিতা ওসমান গনি, ৭. মোঃ মোস্তফা ,পিতা স্বপন মন্ডল, ৮. কামরুল ইসলাম রাব্বি, পিতা আব্দুর রহিম, ৯. মোঃ মোখলেসুর রহমান ,পিতা মোঃ হাবিবুর রহমান, ১০. মোঃ সুমন, পিতা মোঃ বিল্লাল হোসেন, ১১. মোঃ ফারুক , পিতা মৃত হায়দার আলী, ১২. সাফওয়ান আক্তার সদ্য , পিতা আখতারুজ্জামান, ১৩. মোহাম্মদ জাহিদ , পিতা জিয়াউল হক। শহীদ পরিবারদের মাঝে প্রত্যেক পরিবারকে দুই লক্ষ টাকা প্রদান করা হয়।
প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান বলেন সত্য এগিয়ে এসেছে , মিথ্যা পরাজিত হয়েছে, মিথ্যা এসেছে পরাজিত হওয়ার জন্যই , রাসুল সাঃ বলেন জালিম শাসকের বিরুদ্ধে হক কথা বলা বড় জিহাদ, এই বড় জিহাদ করেছে এই শহীদরা ,এই জিহাদ ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে এজন্য তিনি ছাত্র জনতা কে অভিনন্দন জানান।
তিনি শহীদ পরিবারের যারা এখানে এসেছেন তাদের উদ্দেশ্যে বলেন আমরা আপনাদের সহযোগিতা করার জন্য আসিনি ,আমরা এসেছি আপনাদেরকে একান্ত ভাবে পাশে পাওয়ার জন্য ,দোয়া নেয়ার জন্য ,
তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের শহীদের মর্যাদা দিয়ে যেন ইতিহাস লেখা হয় এই আহ্বান জানান।
তিনি আরো বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যেভাবে রাষ্ট্র চালিয়েছেন আমরা সেই মডেলের রাষ্ট্র পরিচালিত করতে চাই অতীত সরকার দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছে দেশের সকল ব্যাংক লুট করে বিদেশে টাকা প্রচার করেছে।
তিনি প্রতিবেশী রাষ্ট্রের উদ্দেশ্যে বলেন আমরা প্রতিবেশী সুলভ বন্ধুর মতো বসবাস করতে চাই, বিগ ব্রাদারসুলভ কোন আচরণ চাই না, আমরা চাই ইনসাফের ভিত্তিতে বসবাস করতে, জুলুম করলে অত্যাচার করলে, পৃথিবীর ইতিহাস সাক্ষী অনেক বড় দেশও ভেঙ্গে টুকরো টুকরো হয়েছে, ভারত ভেঙে টুকরো টুকরো হবে।
বিশেষ অতিথি ডক্টর সামিউল হক ফারুকী বলেন ১৩ জন শহীদ পরিবার আমাদের জামালপুরের গর্ব ।আমরা সবাই তাদের পাশে দাঁড়াবো যার যা সামর্থ্য আছে তাই নিয়ে সহযোগিতা করব,
তিনি আরো বলেন পৃথিবীর কোন আন্দোলন বৃথা যায়নি ,তারা মনে করেছিল নির্যাতন নিপীড়ন করে এই আন্দোলনকে দমন করা যাবে , এজন্য তারা জামায়াতকে নিষিদ্ধ করেছিল, কিন্তু যারা নিষিদ্ধ করে করেছে তারাই জনগণের নিকট নিষিদ্ধ হয়ে গেছে।