আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
জকিগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম মোহম্মদীয়া ঈদগাহ বাজার মাদ্রাসার ৬৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। সমবার সকাল ১১:৩০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে মঙ্গলবার ফরজ পর্যন্ত একাধারে চলে এ ঐতিহাসিক ৬৮ তম ওয়াজ মাহফিল।জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদি জনতার পদভারে মুখরিত হয় এ ওয়াজ মাহফিল।পীরে কামেল হাফিজ মাওলানা আব্দুল গফফার পীর সাহেব রায়পুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন,মারকাযুল উলুমিশ শরঈ্য়্যাহ ঢাকা এর প্রধন মুফতি হযতর মাওলানা মুফতি মাহবুবুর রহমান,বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন,জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদীয়া লামারগ্রাম মাদ্রাসার ইফতাহ বিভাগের প্রধান মুফতি আবুল হাসান জকিগঞ্জী,বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করবেন, হযরত মাওলানা মুফতি আতিকুর রহমান সাবেরী ঢাকা।ঐতিহবাহী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম মোহম্মদীয়া ঈদগাহ বাজার মাদ্রাসায় প্রতি বারের ন্যায় এবারও অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে অনুষ্ঠিত হযেছে ৬৮ তম বার্ষিক ওয়াজ মাহফিল। দেশের স্বনামধন্য উলামায়ে কেরামগণ সকাল ১১,৩০ মিনিট থেকে শুরু হয়ে পর দিন ফজর পর্যন্ত একাদ্বারে নসিহত পেশ করবেন,কয়েক হাজার ইসলামপ্রিয় তাওহীদি জনতার উপস্থিতিতে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নাসিহত পেশ করেন আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ। হাফিজ আব্দুল হালিম ও মাস্টার আব্দুল মান্নানের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সুনামগঞ্জের উদীয়মান তরুণ বক্তা মাওলানা আলী আকবার সিদ্দিকী,নসিহত পেশ করেন সিলেট মাছিমপুর মাছুমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি নাজিমুদ্দিন কাসেমী, রাজাগঞ্জ মাদ্রাসার স্বনামধন্য মহাপরিচালক মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী,কেছরি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহসিন উদ্দিন রাব্বানী,মাওলানা আফতাব উদ্দিন নোমানী, মুফতি ফরিদ উদ্দিন ও মাওলানা মারুফ বিল্লাহ জকিগঞ্জী প্রমুখ।