সেলিনা সাথী>> শহরের ভেতর লুকিয়ে আছে হাজারো গল্প। প্রতিদিনের রোদ-ছায়ার খেলায় আমরা সবাই কোন না কোন গল্পের অংশ। সকাল বেলা, ঘুম ভাঙার সাথে সাথে এক নতুন যুদ্ধের সূচনা হয়, বাচ্চাদের স্কুলে পাঠানো, অফিসের জন্য তাড়াহুড়ো, রাস্তায় যানজটের মাঝে হারিয়ে যাওয়া, যেন এই সবই জীবনের নিরবিচ্ছিন্ন স্রোত। অফিসের কোলাহলে, ফাইলের পর ফাইল, দিনের শেষে ক্লান্তি আর শূন্যতা। তবুও কিসের যেন এক অদৃশ্য টান, আবারও পরের দিনের জন্য প্রস্তুতি। বাড়িতে ফিরে বাচ্চাদের হাসি, পরিবারের সান্নিধ্য যেন এক মুহূর্তের জন্য হলেও সব কষ্টকে মুছে দেয়। এই জীবন কি কেবলই কাজ আর দায়িত্বের বোঝা? নাকি এর ভেতরে লুকিয়ে আছে ছোট ছোট সুখের মুহূর্ত? এক কাপ চা, একটি প্রিয় গান, বা কোনো বন্ধুর সাথে ছোট্ট এক আড্ডা— সবই তো এই জীবনের রঙিন ছোপ। কখনো কখনো মনে হয়, জীবন যেন এক বিশাল সমুদ্র। তার ঢেউগুলো কখনও শান্ত , কখনও উত্তাল, আমরা সেই ঢেউয়ের সাথে তাল মিলিয়ে চলছি, কখনও হোঁচট খাচ্ছি, কখনও ভেসে যাচ্ছি, কিন্তু প্রতিটি ঢেউই আমাদের নতুন কিছু শিখিয়ে যায়, নতুন কিছু উপলব্ধির দিকে নিয়ে যায়। এইসব ছোট ছোট মুহূর্তের মাঝেই লুকিয়ে আছে জীবনের আসল সৌন্দর্য। কাজের ফাঁকে, দায়িত্বের মাঝেও একটু সময় নিজের জন্য, নিজের প্রিয় মানুষের জন্য বের করে নেয়া—এই তো জীবন। জীবন এক রঙিন সমুদ্র, যার প্রতিটি ঢেউ আমাদের গল্পের অংশ, এবং সেই গল্পগুলোই একদিন আমাদের জীবনের শ্রেষ্ঠ কবিতা হয়ে ওঠে।