জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৩০শে জানুয়ারি) বেলা ১১ ঘটিকায় উপজেলা মিলনায়তনে আয়োজিত এই সভায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম এ, সহকারী কমিশনার ভুমি ফাতেমা তুজ জোহরা সানিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম।
এছাড়াও জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএফএইচপিও ডাঃ সালাউদ্দিন মিয়া, উপজেলা প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, কৃষি কর্মকর্তা শামিমা আক্তার, প্রানী সম্পদ কর্মকর্তা ( লাইভস্টক) ডাঃ আবদুল্লাহ আল মাসুদ সভায় অংশ নেন।
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আসন্ন রমজান মাসকে সামনে রেখে বাজার মনিটরিং জোরদার করা, অবৈধ স্হাপনা উচ্ছেদ, অবৈধ বালু, পাথর উত্তোলন বন্ধে কার্যকরী পদক্ষেপ, যানযট নিরোসনের অবৈধ পার্কিং বন্ধ করা নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়াও উপজেলার সিমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে বিজিবি সহ সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশনা প্রদান ও বিগত মাসের চোরাইপন্য আটক ও অভিযান নিয়ে তথ্য উপস্থাপন করা হয়। এছাড়াও আগামী ফেব্রুয়ারী মাসে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষাকে সামনে রেখে উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
তাছাড়া গত ১৯শে জানুয়ারি জৈন্তাপুর হাসপাতালে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর হাসপাতালের সার্বিক পরিস্থিতি ও চিকিৎসাসেবা স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়েছে। সেই সাথে আগামী মাস থেকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে প্রতি বুধবার উপজেলার সেবা প্রত্যাশীদের সাথে সরাসরি গণশুনানি আয়োজনের কথা বলা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৩নং চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার,৫নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক আহমেদ, ৬নং চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী।
এ ছাড়াও অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেেলা শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভুঁইয়া, আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা,শ্রীপুর বিওপি ক্যাম্প কমান্ডার হাবিবুর রহমান, রাজবাড়ী বিওপি ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন,জৈন্তাপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ বায়েজিদ আহমেদ, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্হাপক হারুনর রশীদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান সহ অন্যান্যরা।
পরে জৈন্তাপুর উপজেলা পরিষদ আয়োজিত মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।