1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
জৈন্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা - Bikal barta
৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:২৪|
সংবাদ শিরোনামঃ
খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের রায় প্রকাশ বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা স্যার’ না বলায় ক্ষেপে গেলেন সুনামগঞ্জের এসপি সারীঘাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন  পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে আপন ছোট ভাইদের সাথে মিথ্যা পাঁইতারা করছে আপন বড় ভাইয়েরা ভাঙ্গায় এক শিশুর পানিতে ডুবে মৃত্যু  খুলনা জেলা যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণায় কয়রায় আনন্দ মিছিল ও আলোচনা সভা।  শেরপুরে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ নেত্রকোণায় ৯ জুয়ারিকে আটক করেছে ডিবি পুলিশ নেত্রকোণা জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যলোচনা সভা।

জৈন্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪,
  • 71 জন দেখেছেন

 

বিকাল বার্তা প্রতিনিধি>>

জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, তামাবিল হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের ইনচার্জ হাবিবুর রহমান, জাফলং টুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ শাহাদাৎ হোসেন, ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দরবস্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি এনায়েতউল্লাহ্, ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মতিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল ইসলাম।

 

এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মধ্যে বক্তব্য রাখেন, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।

 

এ সময় উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ জেলা প্রশাসকের নিকট বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বক্তব্যে প্রথমে তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দরা জৈন্তাপুর উপজেলার অন্যতম কর্মসংস্হান বালু মহাল ও পাথর কুয়ারীগুলো খুলে দেয়ার জোর দাবী জানান।

 

পাশাপাশি ক্রাশার মিলগুলো চালানোর ব্যাপারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। এর সাথে জনপ্রতিনিধি ও শ্রমিক নেতারা তামাবিল মহাসড়কের বেহাল দশা তুলে ধরেন। তারা মহাসড়কের সংস্কার করা সহ চারলেন রাস্তার কাজের অগ্রগতি বাড়ানোর আহবান জানান। এ সময় বাজার ব্যবসায়ীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিরসনে কার্যকর ব্যবস্হা গ্রহনের অনুরোধ জানান।

 

এ সময় গন্যমান্য ব্যক্তিদের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় বিগত সরকারের অনেক নেতাকর্মীরা সরকারি জমি জোরপূর্বক দখল করে রেখেছেন তা দখলমুক্ত করার আহবান জানিয়েছেন। সেই সাথে উপজেলার দূর্গোম এলাকায় সুপেয় পানির নিশ্চয়তা প্রদানে গভীর নলকূপ স্পাপনের আহবান জানান। এর পাশাপাশি সরকারি হাসপাতালে এম্বুলেন্স দেয়ার জন্য দাবী রাখা হয়। সবশেষে সর্বমহল থেকে জৈন্তাপুরের ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়ার জন্য সর্বোতভাবে জোর দাবী জানানো হয়।

 

এ সময় উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গের সব সমস্যা দাবীর কথা তিনি শুনেন এবং পর্যায়ক্রমে তা উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ধাপে ধাপে বাস্তবায়নের আশাবাদব্যক্ত করেন। তিনি বলেন সরকার গণমানুষের কল্যানে কাজ করছে। সে জন্য উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সায়ত্ত্বশাসিত, পেশাজীবি সংগঠনের সকলকে সরকারি সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতার পাশাপাশি বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহবান জানিয়েছেন।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুহিবুল হক,বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আহমেদ চৌধুরী, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আল আমিন, সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

 

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমির মাষ্টার আবুল হোসেন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আলমগীর হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শ্রীপুর পাথর কুয়ারীর সভাপতি আব্দুল আহাদ, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নর সভাপতি আলি আকবর, তামাবিল বাস মালিক সমিতির সভাপতি হাজী নূরউদ্দিন, সারী বারকি শ্রমিক সংগঠনের সভাপতি আমির আলি সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, খেলাফত মসলিস, ইউপি সদস্যগণ, বিভিন্ন এনজিও সংস্হা,চা শ্রমিকদের প্রতিনিধি, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি সহ সামাজিক পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!