মোঃ খলিলুর রহমান, ঝালকাঠি জেলা প্রতিনিধি, জাতীয় দৈনিক বিকাল বার্তা।
ঝালকাঠি শিল্প কলা একাডেমীতে ২৭ আগষ্ট মঙ্গলবার সকাল ৭:৩০ মিনিটে আয়োজিত জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৮ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও ছাত্র জনতা ঐক্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব হিসেবে উপস্থিত ছিলেন জামায়েতে ইসলামী সেক্রেটারি জেনারেল ঝালকাঠি জেলা শাখার আমীর জনাব এ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। আলহাজ্ব শামীম সাঈদী,চেয়ারম্যান, আল্লামা সাঈদী ফাউন্ডেশন পিরোজপুর। ঝালকাঠি জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। শেখ নেয়ামুল করিম, সাবেক এ জি এস, বি এম কলেজ । এ ছাড়া জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার ইউনিয়ন, থানা ও জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনে ছিলেন জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার সেক্রেটারি জেনারেল মোঃ ফরিদুল হক।
সব শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৮ শহীদ পরিবারের মাঝে ১৬ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।