মোঃ খলিলুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি: রবিবার ৩ নভেম্বর ২০২৪ং সান্ধ্যকালীন ঝালকাঠি ১০০ শয্যা সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ শামীম আহমেদ এর বরাবর ঝালকাঠি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ইয়াসিন ফেরদৌস ইফতি হাসপাতালে দূর্নীতি অনিয়ম নির্মূলের জন্য ৮টি প্রস্তাব বাস্তবায়ন করার আবেদন করেন। প্রস্তাবগুলো হলো…১) সরকারি কোয়ার্টারে আর এম ও, ডাক্তার/কনসালটেন্টদের থাকা/রাত্রিকালীন উপস্থিতি নিশ্চিত করতে হবে।
২) সান্ধ্যকালীন সময়ে বিশেষজ্ঞ ডাক্তারদের রাউন্ড/রোগী ঘুরে দেখা নিশ্চিত করতে হবে।৩) বিভাগীয় পর্যায়ে ও জেলা শহরে ডাক্তার ও স্টাফের সঠিক বিন্যাস নিশ্চিত করতে হবে। অর্থাত্ কোন জেলা সদরে ডাক্তার কম আবার সুবিধা জনক জায়গায় ডাক্তারের অভাব নাই তা হবে না।৪) ইমারজেন্সির অব্যবস্থাপনা ও অযোগ্য ডাক্তার স্টাফ সমাধান করতে হবে। টাকা লেনদেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
৫) প্যাথলজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড ও এনেস্হেসিয়া মেশিন চালু রাখতে হবে।৬) যথেষ্ট ডাক্তার ও স্টাফের ব্যবস্থা করতে হবে।৭)সব বিষয়ে অতিদ্রুত নতুন ঠিকাদার নিয়োগ করতে হবে।৮) দপ্তর প্রধানের নিরাপত্তা নিশ্চিয়তা বিধান ও ক্ষমতা বাড়াতে হবে।এ সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোঃ তানজিল হাসান সাকিন সহ একাধিক ছাত্র নেতৃবৃন্দের উপস্থিতিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক আবেদন পত্র গ্রহণ করেন ।