কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি। ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার এিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাংগা গ্রামের মাঠ এখন সরিষা ফুলের হলুদ সমারোহে ছেয়ে গেছে। শীতের ভোরে কুয়াশায় মোড়ানো সরিষার খেত, তার ওপর সূর্যের আলো পড়ে ঝিকিমিকি করছে, যা সৃষ্টি করেছে এক মনোরম পরিবেশ।
এ বছর উপজেলার অধিকাংশ জমিতে সরিষার চাষ হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এবারের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। কৃষকরাও সঠিক দাম পাওয়ার আশায় বুক বেঁধেছেন।
সরিষার চাষে দ্রুত ফলন পাওয়া যায় বলে কৃষকদের মধ্যে এর জনপ্রিয়তা বেড়েছে। মাত্র ৮০ দিনে সরিষার ফসল ঘরে তুলতে পারায় কৃষকরা সরিষা তুলেই বছরে আরেকটি লাভজনক ফসল চাষের সুযোগ পাচ্ছেন।জলাবদ্ধতা ও অন্যান্য প্রাকৃতিক প্রতিকূলতা মোকাবিলা করেও সরিষার উৎপাদনে ভালো ফল পাচ্ছেন তারা।সরিষা চাষি জানান, “বিগত বছরের তুলনায় এবার সরিষার ফলন বেশি হবে বলে মনে করছি। তেলের দাম বাড়তি থাকায় সরিষা চাষে লাভের আশা করছি।”প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সরিষার আবাদ কৃষকদের জীবিকা ও অর্থনৈতিক উন্নয়নে আশার আলো জাগিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সঠিকভাবে চাষ ও ফসল ব্যবস্থাপনা অব্যাহত থাকলে এ অঞ্চলে সরিষা চাষ আরও লাভজনক হয়ে উঠবে।