রাসেল আহমেদ সাগর
ঈদ এসেছে ঈদ এসেছে
নাচছে মন আনন্দে,
গরীব লোকের পেট বড়িবে
বড় লোকের মাংস পোলাওর গন্ধে।
ফিতরা চাই ফিতরা নাই
দাঁড়াও বিশাল লাইনে,
একটা কাপড় তুলে দিতে
দশ ভিখারি ক্যামেরারই সামনে।
সারা মাসে নেয় নি খবর
কি দিয়ে করো ইফতার,
ফিতরা দিতে আয়োজন বেশ
সাংবাদিক রা দরকার।
লজ্জাতে কেউ মুখ লোকায়
মানসম্মানের ভয়ে
নেতা মশাইর দোষ কিসের
চামচারা সব চাটে নেতার পায়ে।
দান সদকা গোপনে হয়
মহান আল্লাহর বানী,
নাম কামানোর ধান্ধাতে সব
কয়জনে তা মানি।
লক্ষ টাকার ঈদের জামা
গরীবের নাই খবর,
মরার পরে বুঝবে ঠেলা
চাপা যখন দিবে তোরে কবর।