টক ঝাল মিষ্টি
রাসেল আহমেদ সাগর
বাজেট এলো বাজেট গেলো
বাড়লো এবার সবকিছুর দাম,
শতের মাঝে তিরিশ আমার
মোবাইলে কয় হইলো একি কাম।
আমার টাকায় ভাগ বসালো
এতো লোভ কিসের,
গরীব লোকের ঘাম ঝরালেও
মুখবন্ধ কথা বলা দোষের।
আলু পটল তেল আরও বেড়ে গেল
পিয়াজ খুশি গরম মসলা বাড়লো আরও তেল,
তেলের দামের সাথে মাছ মাংসে সবজি বেড়ে গেলো
গাড়ির মালিক হুরহুড়িয়ে ভারা বাড়িয়ে দিলো।
সিগারেট তো এমনি আগুন আর বাড়লো দিগুণ
কালো টাকা সাদা করার অপার টা দারুণ,
কারো হলো সর্বনাশ আর কারো হাতে বেগুন
চামচিকার কি আসে যায় লাগলে দেশে আগুন।
হক কথা বলা বিপদ হকের নাই ভাত
উচিত মাতলে ঠাকুর মশাই পাচায় দিবে লাত,
রফতানি ভ্যাটে ভরা আমদানীতে কম
এভাবেই যাবে বুঝি গরীব লোকের ধম।
সারাবিশ্বে পাইনা খোঁজে এমন সোনার দেশ
কামলা কেটে টাকা পাঠাই জীবনের কাম শেষ,
কেউ বুঝে মনের দুঃখ হায়রে মায়ার দেশ
তোমার তরে তীলে তীলে জীবন টাই মোর শেষ।