আমিনুল ইসলাম রনি আমিন স্টাফ রিপোর্টার: কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মঈন উদ্দীন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. ন. ম তৌহিদুল মাশেক তৌহিদ কলেজে যাওয়ার পথে মূখোশধারী সন্ত্রাসী হামলার শিকার হয়। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল পৌনে ৯টারদিকে জৈনক নবী হোছাইনের টমটমযোগে হ্নীলা পুরান বাজার হতে হ্নীলা রঙ্গীখালীস্থ মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে যাচ্ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৌহিদুল মাশেক তৌহিদ এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক কায়সার রশিদ লালু।
তারা প্রধান সড়কের ইউছুপ ডেকোরেশনের দক্ষিন পাশে কলেজ সংলগ্ন এলাকায় পৌছঁলে মুখোশধারী দুই মোটর সাইকেল আরোহী যুবক গাড়ির গতিরোধ করে নামিয়ে মুখে ও শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি আঘাত করে দ্রুত মোটর বাইকে উঠে দক্ষিণ দিকে চলে যায়।
পরে খবর পেয়ে পাশ্বস্থ লোকজন ও কলেজ শিক্ষার্থীরা এগিয়ে এসে তৌহিদুল মাশেক স্যার কে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে যায়।
পরে এঘটনায় পুরো কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে কলেজ শিক্ষার্থীরা দুপুরের দিকে মিছিল সহকারে এসে হ্নীলা বাসস্টেশনে মানববন্ধনে মিলিত হয়।
সন্ত্রাসীরা যেই হোকনা কেন তাদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
অন্যথায় শিক্ষার্থীরা আরো কঠোর কর্মসুচী ঘোষনার হুৃশিয়ারী উচ্চারণ করেন।