আয়াছ উদ্দিন আবির টেকনাফ, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফ উপজেলা ফার্মাসিউটিকালস্ ম্যানেজার এসোসিয়েশন (পিএমএ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবগঠিত কমিটি অনুমোদন
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেন শরিফ ফার্মাসিউটিকালস্ ম্যানেজার দিদারুল ইসলাম
সেক্রেটারি নির্বাচিত হলেন হামদর্দ এর এরিয়া ম্যানেজার আনোয়ারুল আজিম
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন র্যাংগস ফার্মাসিউটিকালস্ এরিয়া ম্যানেজার আয়াছ উদ্দিন আবির
এ সময় উপস্থিত ছিলেন এডরোক ফার্মাসিউটিকালস্ এর (আর,এসএম) শাহআলম ও ডক্টর টিম ফার্মাসিউটিকালস্
(আর এসএম) দিদারুল আলম
ও জহির বস জিল্লুর রহমান বস,সাদেকুর রহমান বস, এহসানুল বস, উজমা বস, মোশাররফ বস, আব্দুস সবুর বস, বেলাল বস, আজিজুর বস, সাজ্জাদ বস, সেলিম বস,ট্রফিকাল বস, রেজাউল বস, সাইফুল ইসলাম বস, শফিক বস, আব্দু শুক্কুর বস, আব্দুর রহিম বস ছৌয়দ মিয়া বস, আরও অনান্য ম্যানেজার বৃন্দ।
সর্বশেষে(আরএসএম) শাহআলম বলেন পুনরায় সবার সম্মতিক্রমে আগামী পাঁচ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি করার জন্য আহবান জানিয়েছেন।