আব্দুস সালাম মিন্টু:
চাঁদপুর ও মুন্সীগঞ্জ জেলায় নৌ- ডাকাতদের দৌরাত্ম দিনের পর দিন বেড়েই চলেছে এবং তাদের নানাবিধ অপরাধমূলক কাজের কারণে এ দুটি জেলার নদীপাড়ের শান্তিপ্রিয় জনগণ অতীষ্ঠ দিনাতিপাত করছেন। স্থানীয়দের সাথে কথা বলে এ ডাকাতি কাজে সম্পৃক্ত থাকায় কসাই লিটন ওরফে ইয়াবা লিটন, বাবলা ডাকাত, গোলজার খা ও উজ্জল সৈয়াল নামে ৪জন ডাকাতের নাম উঠে এসেছে। তাদের নামে বিভিন্ন থানায় রয়েছে বেশ কিছু মামলা। তাদের মাধ্যমেই বর্তমানে দুটি জেলায় ডাকাতি সহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ড সংঘঠিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগী ও স্থানীয় জনসাধারণ। সূত্র মতে, তাদেরকে ভূমিদস্যু, সন্ত্রাস, ডাকাত ও ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরের এই ৪ ডাকাতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবীতে দক্ষিণ জামালপুর ও মতলব নদীর পাড়ের শান্তিপ্রিয় এলাকাবাসী কিছুুদিন পূর্বে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। জানা গেছে, গত মার্চে গুয়াগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল বাতেন সরকারের ছেলে, ঝাক ও গজার মাছের ব্যবসায়ী রিপন সরকারকে হত্যার উদ্দেশ্যে ভবেরচর আব্দুল্লাহপুর গ্রামের মাদক সম্রাট ডজন খানেক মাদক ও মার্ডার মামলার পলাতক আসামী লিটনের ভাড়াটে ৮ থেকে ১০ জন সন্ত্রাসী বাহিনী অতর্কিতভাবে হামলা চালায়। এ বিষয়ে এলাকাবাসী বলেন, এই লিটন হচ্ছে কুখ্যাত মাদক ব্যবসায়ী, মাদক সম্রাট ও বিভিন্ন চুরি-ডাকাতের সাথে জড়িত এবং তার অত্যাচারে আমরা অতিষ্ঠ। মাদক সম্রাট লিটনের এক ডজনের বেশি মামলা রয়েছে। তার হাত থেকে যুবসমাজকে বাঁচাতে হলে লিটন ও তার সহযোগি বাবলা ডাকাত, গোলজার খা ও উজ্জল সৈয়াল সহ সকল সহযোগিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের বিশেষ করে র্যাবের হস্তক্ষেপ কামনা করছি।