খুলনা ব্যুরো প্রধানঃ
ডুমুরিয়া উপজেলার ৫নং আটলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অবস্থিত এ,কে বি,কে মাধ্যমিক বিদ্যালয়ে আজ ৪ ই ফেব্রুয়ারি সকাল ১০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে বিকাল ৪ টার সময় শেষ হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ম্যানেজিং কমিটির সভাপতি বিষ্ণু মন্ডল ও প্রধান শিক্ষক দিপক সরদার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিষয়ে আলোচনা করেন। সারাদিন স্কুলে নাটক,কবিতা আবৃতি, নৃত্যানুুষ্ঠান,গান,কৌতুক,একক,অভিনয়ের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন শিক্ষক মধূসুদন মন্ডল। উক্ত অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন প্রজিত বিশ্বাস,দেবব্রত মন্ডল,দেবাশীষ মন্ডল,চন্দ্র শেখর রায় সহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ,বিভিন্ন গ্রাম থেকে আগত অভিভাবকবৃন্দ, স্কুলের সকল ছাত্র ছাত্রী ও এলাকার অনেক ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠান শেষে সকল ছাত্র ছাত্রীদের হালকা খাওয়ার ব্যবস্থা করেন স্কুলের শিক্ষক বৃন্দ।