খুলনা প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়া উপজেলার ৭ নং শোভনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গ্রামবাসীদের শান্তি ও নিরাপত্তাহীনতা দূরীকরনে ৭ ই আগস্ট রোজ বুধবার বিকাল ৪ ঘটিকায় ছাএদলের শান্তি সমাবেশ অনুষ্ঠিত।
উক্ত শান্তি সমাবেশে ছাএদলের অন্যতম সদস্য সুরন্জিৎ মিস্ত্রীর সভাপতিত্বে ও মিল্টন গোলাদারের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় শুভেচ্ছা বক্তব্য সুরন্জিৎ মিস্ত্রী বলেন,দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসস্তূপের মধ্যে থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র–তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছেন, সে স্বপ্ন বাস্তবায়নে মেধা, যোগ্যতা, জ্ঞানভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। সব ধর্ম–গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি, সাম্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ নির্মাণে আসুন, আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি।
শুভেচ্ছা বক্তব্যর পরে উপস্থিত নেতা কর্মী ও জন সাধারন দের মাঝে মিষ্টি বিতরন করা হয় ও জাতি বর্ণ নির্বিশেষে সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।