দেবাশীষ মজুমদার দিপু.. জাতীয় দ্বাদশ নির্বাচনে ঢাকার সবচেয়ে নির্বাচন মুখি একলা ছিলো ৫ আসন সেখানে নৌকার প্রার্থী মুন্না ও স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল ও কামরুল ইসলাম রিপন এর সমর্থক ছিলো চোখে পরার মতো এবং এবং ভোট কেন্দ্রে ও ভোটার এর আগমন ছিলো। সন্ধার পরে প্রার্থী ঘোষণায় স্বতন্ত্র প্রার্থী সজল ট্রাক মার্কার বিজয় নিশ্চিত করেন। ও তার বিপরিত চিত্র ছিলো ঢাকা ৬ আসনে নৌকার প্রার্থী সাইদ খোকন ও তার বিপরীতে ছিলো মিনার আম মাছ ও সোনালী আস ও ছড়ি মার্কা। ঢাকা ৬ আসনের কেন্দ্র ঘুরে দেখা যায় অন্য প্রার্থী দের পোলিং এজেন্ট নেই বলার মতো এবং ভোট কেন্দ্র লালকুঠি ও জুবিলী স্কুলে মুটামুটি দেখা গেলেও অন্য কেন্দ্র গুলো ছিলো ফাঁকা। তবে সন্ধার পরে ঘোষনায় জানাজায় নৌকা প্রার্থী সাইদ খোকন জয় লাভ করেন। ঢাকা ৬ আসনের কিছু ভোটারদের সাথে কথা বল্লে অনেকেই জানায় জয়টা ভালো হয়নি এমনিতে জানা ছিলো নৌকা বিজয় হবে তবে এখানে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ এর দরকার ছিলো তখন নির্বাচন মুখরিত হয়ে থাকতো ঢাকা ৬ আসন।