আবদুর রউফ আশরাফ।। তানভীর তানজিদ কল্যাণ ট্রাস্ট ইউকের উদ্যোগে মসজিদে মাইক সামগ্রী বিতরণ করা হয়েছে।
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের তানভীর তানজিদ কল্যাণ ট্রাস্ট ইউকের উদ্যোগে ২৭ এপ্রিল শনিবার, রাত ১০ টার দিকে পীর সাব বাড়ীর পাঞ্জেগানা মসজিদে মাইক সামগ্রী দেন।
তানভীর তানজিদ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ক্বারী শেখ ইমাদ উদ্দীন বলেন, তানভীর ও তানজীদ দুই ছেলের নামে নামকরণ করেছি। নিজেদের অর্থায়ন থেকে প্রতি মাসে ট্রাস্টের ফান্ডে একাংশ জমা করে দেশের বিভিন্ন মসজিদ, মাদরাসা,এতিমখানাসহ অনাথ অসহায় মানুষের সর্বদা সাধ্য অনুযায়ী পাশে দাঁড়াতে সর্বোত্মক চেষ্টা করে যাচ্ছি।
আন্তর্জাতিক দূর্যোগ করোনাকালীন সময় থেকে নিয়ে,বন্যার্তদের মাঝে ত্রাণ, শীতে শীতার্ত মানুষের শীতবস্ত্র, রমজানে ফুড প্যাক ও ঈদ সামগ্রীসহ সার্বিক সহযোগিতা করে আসছে।
তিনি দেশ-বিদেশের সকল বিত্তবানদেরও এভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন তানভীর তানজিদ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ক্বারী শেখ ইমাদ উদ্দীন, এলাকার বিশিষ্ট সমাজসেবক ডা. কবি শেখ আবদুল মুকিত, হাফেজ হেলাল আহমদ, মো. হাবীব আহমদ, জিয়াউর রহমান, আফজল আহমদ প্রমুখ।