* অন্তর্বর্তীকালীন সরকারের উচিত সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে দ্রুত নির্বাচন দেয়া – এড,আমিনুল ইসলাম
নিজস্ব প্রতিবেদকঃ আজ তারেক জিয়ার হাতে গড়া জাতীয়তা বাদী তরুণ দলের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিএনপির স্রষ্টা জিয়াউর রহমান, দেশমাতা বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানকে। নিজ হাতে গড়া তরুণ দলের স্রষ্টা তারেক জিয়া বীরের বেসে বাংলাদেশে আসবেন এবং উনার নেতৃত্বে সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ গঠিত হবে ইনশাল্লাহ । গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির স্রষ্টা জিয়াউর রহমানের মাজারে পুষ্প অর্পণ শেষে প্রধান উপদেষ্টা রা এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় সভাপতি ডাঃ আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে ও বিপ্লবী সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আলমগীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুন দলের উপদেষ্টা যুব বিষয়ক সম্পাদক বিএনপি কার্যনির্বাহী কমিটির মীর নেওয়াজ আলী, জাতীয়তাবাদী পেশাজিবী পরিষদের সহ সভাপতি ডক্টর জাকারিয়া লিংকন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে বক্তব্য রাখেন তারা। এসময় কেন্দ্রীয় তরুণ দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আলমগীর বলেন বর্তমান সরকারের উচিত রাজনৈতিক দল গুলোর সাথে আলোচনা করে দূত একটি রাজনৈতিক সরকার গঠন করা। এটা শুধু রাজনৈতিক দল নয় সাধারণ মানুষের ও দাবী তিনি আরো বলেন তারেক জিয়ার হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সকল আন্দোলন সংগ্রামের সকল বাধা অতিক্রম করে তীলে তীলে আজ ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে এর জন্য তিনি দলের সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন তরুণ দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি টি এইচ তোফা, তরুণ দলের কেন্দ্রীয় সাংগঠনিক মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ সাগর, কেন্দ্রীয় তরুণ দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, এান বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মান্না, মৌলভীবাজার জেলা তরুণ দলের সদস্য সুমন মিয়া,
তরুণ দলের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত সভাপতি মৌলভীবাজার জেলা রাসেল আহমেদ সাগর পৃথক এক বক্তব্যে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দেশ নায়ক তারেক জিয়ার হাতে গড়া দল এই দল নিয়ে আমরা গর্বিত আমাদের লক্ষ একটাই জিয়া পরিবারের হাতকে শক্তিশালী করা তাই তরুণ দলের প্রতিটা কর্মী দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আমার আশা এবং বিশ্বাস দেশে অচিরেই একটি রাজনৈতিক ও নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।
এসময় আরও বক্তব্য রাখেন ঢাকা উত্তর দক্ষিণ তরুণ দল, নরসিংদী তরুন দল , ঝালকাঠি, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ সারাদেশ থেকে আসা নেতৃবৃন্দ স্লোগানে স্লোগান এ মুখরিত হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণ।