নিজস্ব প্রতিবেদকঃ তারেক রহমান আমাদের যে নির্দেশ প্রদান করবেন আমাদের কে তা পালন করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে উনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামীতে যে কোন আনদোলনে তারেক রহমানের নির্দেশ আসলে সবাই কে ঝাপিয়ে পড়তে হবে। গত ৫ ই ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রীমঙ্গল উপজেলা বিএনপির কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুজ্জামান বায়েছ উপরোক্ত কথা গুলো বলেন।
সভায় জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম বেলালের সঞ্চালনায় এবং জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), জেলা আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান (ভিপি মিজান) ও এড. আবেদ রাজা।
আরো বক্তব্য রাখেন- জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল কর্মী সমাবেশের প্রধান সমন্বয়ক মোয়াজ্জেম হোসেন মাতুক ও সমন্বয়ক গাজী মারুফ, জেলা আহবায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন বাদশা, আব্দুল মুকিত, আব্দুল ওয়ালি সিদ্দিকি, মুহিতুর রহমান হেলাল, হেলু মিয়া, বকসি মিছবাউর রহমান, মনোয়ার আহমেদ রহমান, মোঃ মহসিন মিয়া মধু, মতিন বক্স, স্বাগত কিশোর দাশ চৌধুরী, মো. ফখরুল ইসলাম, মাহামুদুর রহমান, আনিসুজ্জামান বায়েছ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী, তাজ উদ্দিন তাজু প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন- বিগত স্বৈরাচারী সরকারের আমলে যারা মামলা হামলার শিকার হয়েও হাসিনা পতনের আন্দোলনের সংগ্রামে রাজপথে থেকে লড়াই করে গেছেন তারাই আগামি নেতৃত্বে আসবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তৃণমূলে দলকে শক্তিশালী করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। বক্তারা আরো বলেন- দেশ এখন এক ক্রান্তিকাল অতিবাহিত করছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, আওয়ামীলীগ ও এর দোসরদের অব্যাহত ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ধৈর্য্য ধরে ঐক্যবদ্ধভাবে দেশের জনগনের পাশে থাকতে হবে। মনে রাখতে হবে গ্রুপিং করে দলের বদনাম ছাড়া কিছু অর্জন করা সম্ভব নয়। দিন শেষে আমরা সবাই বিএনপি’র কর্মী, সেটা মাথায় রেখে ঐক্যবদ্ধ ভাবে দেশ বিরোধি সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।