ষ্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী ‘বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের’ এবারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বাষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে, সহকারী শিক্ষক মো. মঈনুল হকের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রাপ্তন শিক্ষক মো. ফজলুল হক, সহকারী শিক্ষক আ ফ ম মুস্তাকিম আলী পীর, আইডিয়াল ভিশন কলেজের পরিচালক কামরুল ইসলাম, বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী মাইমুনা খাতুন, নবম শ্রেণির আমেনা খাতুন, বিদায়ী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ফারহা, আরিফ হাসান, আব্দুল হক, সৈয়দ নুর প্রমুখ।