স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরে জাল দলিল তৈরি করে জমি দখলের অভিযোগে বিল্লাল মিয়া (৫৫) কে জেলে পাঠিয়েছে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
আটক বিল্লাল মিয়া দক্ষিণ বড়দল ইউনিয়নের টুকেরগাওঁ গ্রামের মৃত ফুলু মিয়ার ছেলে।
গত সোমবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, দলিলে দাতা-হরেন্দ্র কুমার বর্মন গ্রহিতা-১। আব্দুল মনাফ, ২। মতি মিয়া, ৩। ফালু মিয়া, ৪। রিয়াজ উদ্দিন এর নিকট এস.এ খতিয়ান ৪৪ এস.এ দাগ ২৪৬,২৪৭,২৪৮ এরিয়া ০.১৫ শতক আমন ভূমি ক্রয় করেন। উক্ত ক্রয়ক্রিত ভূমি এস.এ মালিকানার ধারাবাহিকতার সাথে কোন মিল পাওয়া যায়নি।
পরবর্তীতে ১। আব্দুল মনাফ, ২। ফালু মিয়া, ৩। রিয়াজ উদ্দিন দাতা হয়ে আসামী বিল্লাল মিয়ার পিতা মৃত ফালু মিয়ার নিকট বিক্রি করেন কিন্তু কোন প্রকার দলিল আসামীগন দেখাতে ব্যর্থ হন।
পরবর্তীতে বিগত ২৯/০৯/১৯৯৩ ইং তারিখে তাহিরপুর সাব-রেজিষ্ট্রী অফিসে দাতা-ফালু মিয়া গং গ্রহিতা-মোঃ বিল্লাল মিয়ার নিকট ১৪৬৪ নং দলিলে বিক্রি করেন যাহার এস.এ খতিয়ান ১১২, এস.এ দাগ ২৪৬ এরিয়া ০.০২৭৫ এস.এ দাগ ২৪৭ এরিয়া ০.০১২৫ মোট ০.০৪ শতক ভূমি আসামী ১। মোঃ বিল্লাল মিয়া ক্রয় করেন এবং বিগত ২৯/০৯/১৯৯৩ ইং তারিখে তাহিরপুর সাব-রেজিস্ট্রী অফিসে ১৪৬৫ নং দলিল মূলে দাতা-ফালু সিয়া গং, গ্রহিতা-মোঃ নুর ইসলাম এর নিকট বিক্রি করেন যাহার এস.এ খতিয়ান ১১২ এস.এ দাগ ২৪৬ এরিয়া ০.০১২৫ এস.এ দাগ ২৪৭ এরিয়া ০.০০৭৫ শতক এস.এ দাগ ২৪৮ এরিয়া ০.০২ শতক মোট ০.০৪ শতক ভূমি। কিন্তু দাতা ফালু মিয়া কিভাবে উক্ত ভূমির মালিক হয়েছেন তার কোন রূপ দলিল পাওয়া যায়নি। গ্রহিতা নূর ইসলাম বিগত ২৭/১০/২০০৭ ইং তারিখে শুধু ষ্ট্যাম্পে লিখে বিবাদী মোঃ বিল্লাল মিয়ার নিকট এস.এ খতিয়ান ১১২ এস.এ দাগ ২৪৬,২৪৭,২৪৮ দাগে ০.০৪ ভূমি বিক্রি করেন। বিবাদী উক্ত কাগজ মূলে আর.এস জরিপে কোন রেকর্ড করাইতে পারেন নাই
বিষয়টি নিশ্চিত করে আদালতের , জমিজমা (সিআর) মামলায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করতে এলে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ ঘটনায় বিকেলে বাবা ও ছেলেকে জেল হাজতে পাঠানো হয়।