সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলাধীন দরগাপাশা ইউনিয়নের লালপুর গ্রামে একটি ডোবার মাছ বিক্রয়কে কেন্দ্র করে ডোবার মালিক স্থানীয় বাগেরকোনা গ্রামের মৃত বশির মিয়ার পুত্র কামরুল চৌধুরী কর্তৃক স্থানীয় এলাকার নিরীহ ও শান্তিপ্রিয় লোকদের অভিযুক্ত করে মামলা দেয়ায় ফুঁসে উঠেছেন এলাকাবাসী। স্থানীয় এলাকাবাসী এই মিথ্যা বানোয়াট মামলার বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছেন।
এলাকা বাসী সূত্রে জানা যায় কামরুল চৌধুরী তাঁর মৎস্যের ডোবাটি ৫০ হাজার টাকায় স্থানীয় লালপুর গ্রামের ছোট মিয়ার কাছে বিক্রয় করেন।
ছোট মিয়া নিজে স্বীকার করেছেন। অথচ ডোবার মাছ লুটপাট হয়েছে মর্মে এলাকার শান্তি প্রিয় অরুণ বৈদ্য, শহীদ মিয়া, জুয়েল মিয়া সহ বলেন, নিরীহ লোকদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট মামলা দিয়েছেন কামরুল চৌধুরী। স্থানীয় এলাকাবাসীর যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাঁরা বলেন, পূর্ব বিরুদ্ধের জের ধরে কামরুল চৌধুরী আমাদের বিরুদ্ধে হয়রানি ও মিথ্যা মামলা করেছে। এ বিষয়ে অভিযুক্ত সহ এলাকাবাসীরা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানান।