পটুয়াখালী (দশমিনা প্রতিনিধি)
দশমিনা আজ বাজারের দিন। ঈদ উল আযহা সামনে রেখে জমে উঠেছে গরুর হাট। আমাদের দশমিনা এটি একটি বিখ্যাত গরু হাট,আজ বৃহস্পতিবার বিকাল ৩.০০ ঘটিকায় বিভিন্ন গ্রামের মানুষ এহাটে গরু নিয়ে আসে। এখানে সব ধরনের দেশি-বিদেশি গরু পাওয়া যায়। এ হাটে গরু ক্রয়ের জন্য লোক জন জরো হয় এ হাটে। তবে গরু বিক্রিয়তারা বলেন গত বছরের চেয়ে চাহিদা কম মনে হয়, দামের দিকে ও অনেক কম। এ হাটে ঈদ উল আযহা উপলক্ষে আরও তিন দিন হাট মিলবে। এই দশমিনা গরু হাটে প্রতিদিন বিকেলে গরু উঠবে। এ বাজারে ছোট বড় নানা রকমের ছাগল উঠেছে, বিভিন্ন দামের ছাগল পাওয়া যায়। এখানে দশ হাজার থেকে এিশ হাজার টাকা পর্যন্ত ছাগল পাওয়া যায় এ গরু ছাগলের হাটে।