বিশেষ প্রতিবেদক:
সারাদেশে কৃষি খাতে ভর্তুকির টাকা লুটপাটের অভিযোগে রয়েছে স্বৈরাচারী সরকার পতনের পর থেকে পলাতক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজি বাদল চন্দ্র বিশ্বাস , স্বৈরাচারী সরকারের নিয়োগপ্রাপ্ত কৃষি সচিব ওয়াহিদা আক্তার কৃষি খাতকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে বলে জানা যায় । বর্তমানে চড়া মূল্যে কৃষকদের সার কিনতে হচ্ছে বলে কৃষক সূত্রে জানা যায়, এতে করে হুমকির মুখে কৃষি ও কৃষক সাধারণ কৃষিজীবি মানুষ।
বর্তমান সরকার এই লুটপাটকে ঠেকাতে বিভিন্নভাবে আইনি তদারকি চলছে, অনেক দুর্নীতিবাজ এখনো ধরাছোঁয়ার বাহিরেও রয়েছে বলে জানা যায়।
বর্তমানে স্বৈরাচারী সরকারের কিছু দুর্নীতিবাজ অফিসার বিভিন্ন জায়গা দখল করে রয়েছেন যেমন
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় সৈরাচার সরকারের দোষর উপজেলা কৃষি কর্মকর্তা জহুরা সুলতানার
ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকলেও বর্তমানে বহাল তবিয়তে চিরিরবন্দরে উপজেলার কৃষি কর্মকর্তা হিসাবে আছেন।
এই কৃষি কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন সংবাদ গণমাধ্যমের সংবাদ প্রকাশের পর নিজের চেয়ার কে ধরে রাখতে বিভিন্ন ভাবে তদবির চালাচ্ছেন বলে সূত্রে জানা যায়।
জহুরা সুলতানা চেয়ার ঠেকাতে ঢাকা হেড অফিস সহ দিনাজপুর অঞ্চলের সৈরাচার সরকারের দোষর মো: হামিদুর রহমান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,দিনাজপুর অঞ্চল, ও সৈরাচার সরকারের দোষর মো: নূরুজ্জামান, উপ পরিচালক
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি, দিনাজপুর এর কাছে তদবির চালাচ্ছে বলে জানা যায় এবং তারাও মরিয়া।
চিরিরবন্দর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কয়েক জন কর্মকর্তা/ কর্মচারী নাম প্রকাশ না করা শর্তে বলেন সৈরাচার সরকারের দোষর উপসহকারী কৃষি কর্মকর্তা মিনহাজুল হক নবাব উপজেলা কৃষি অফিসারের সহযোগী হিসেবে কৃষি অফিসারে দূর্নীতিকে ঢাকতে মরিয়া এবং আমাদের কাছ থেকে স্বাক্ষর নেওয়ার জন্য অনেক চাপা দিচ্ছেন স্বৈরাচারী সরকারের দোষর কৃষি কর্মকর্তা জহুরা সুলতানা । পূর্বে প্রণোদনার ৬০ব্যাগ ধান বীজ কেলেংকারী নিয়ে প্রত্রিকায় প্রকাশিত হলেও ভূয়া প্রতিবেদনে বেঁচে যায়। বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর
প্রকাশিত সংবাদের প্রতিবাদ দেওয়ার জন্য চিরিরবন্দর উপজেলার কৃষি কর্মকর্তা জহুরা সুলতানা রেজুলেশন এর স্বাক্ষর নেওয়া হচ্ছে বলে অফিস সূত্রে জানা যায়।
উক্ত কৃষি কর্মকর্তা স্বৈরাচার দোসর জোহরা সুলতানা প্রকাশিত সংবাদের প্রতিবাদ দিবেন বলে মরিয়া হয়ে উঠেছে উল্লিখিত সংবাদে ২টি ছবি ছাপানো হয়েছে একটি ছবি স্বৈরাচারী সরকারের সচিবের বর্তমানে সেই স্বৈরাচারী সরকারের সচিব, ডিজি পালাতক, উল্লেখিত একটি ছবি ২৭ জন উপসহকারী কৃষি অফিসার গণ কালো ব্যাচ বুকে ধারণ করে ১ মিনিট নীরবতা পালন করেছেন সেই নীরবতা কি সঠিক নয় ? সেই ছবিকে সরিয়ে ফেলাতে পারবেন স্বৈরাচারী সরকারের কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ দিলেও স্বৈরাচারী সরকারের দুর্নীতি শাক দিয়ে মাছ ঢাকা যায় না।
হেড অফিস খামারবাড়ি ফার্মগেট ঢাকা থেকে জেলা উপজেলা পর্যায়ে ও ব্যাপক অনিয়মের দুর্নীতির অভিযোগ রয়েছে যা তদন্ত করলে বেরিয়ে আসবে থলের বিড়াল।
দুর্নীতিবাজ যেই হোক না কেন আইনের আওতায় এনে কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণের দাবি সকল কৃষকদের । কৃষক বাঁচলে দেশ বাঁচবে এটাই জাতির প্রত্যাশা।
আমাদের ধারাবাহিক প্রতিবেদনে চোখ রাখুন জাতীয় বিকাল বার্তায় এবার থাকছে বিশেষ বিশেষ ব্যক্তি সাক্ষাৎকার।