স্টাফ রিপোর্টার (দ্বীপক চন্দ্র সরকার): নেত্রকোণায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মজিবুর রহমান ওরফে দা মজিবুর (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪জন আহত হয়েছেন। রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সীমান্ত উপজেলা দুর্গাপুরের শিবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
এদিকে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় কুল্লাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা দুর্বৃত্তদের হামলায় ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর মারা যাওয়ার পর থেকে ওই এলাকার দা মজিবুর ও বর্তমান চেয়ারম্যান আব্দুল আওয়াল গ্রুপের মধ্যে বিরোধ হয়। সুব্রত সাংমা মারা যাওয়ার পর থেকে মজিুবর গ্রুপ চেয়ারম্যানের আওয়াল মার্কেট বন্ধ করে রাখে। এসকল নানা কারণে তাদের প্রজন্মের মাঝে বিরোধ মাথাচড়া দেয় বলে জানান স্থানীয়রা। এরই জেরে রোববার সকালে নিহতের ভাতিজা খাইরুল ও চেয়ারম্যানের ছেলে আবিরের সঙ্গে সুসং সরকারি মহাবিদ্যালয়ে ক্যাম্পাসে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে দুপুরে শিবগঞ্জ বাজারে দুই পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হলে ৫ জন আহত হয়। তাদেরকে হাসপাতালে নিলে একজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এ ব্যাপারে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোঃ লুৎফর রহমান বলেন, পূর্ব বিরোধের জেরে মজিবুরের ভাতিজার সঙ্গে উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আওয়ালের ছেলের ঝগড়া হয়। এর রেশ ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে মজিবুর রহমান নামে একজন নিহত হয়েছে বলে জাগা গেছে।