প্রবীণ কুমার গুণ লিটন বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের রায়গঞ্জে হাজী ওয়াহেদ মরিয়ম অর্নাস কলেজের সাবেক উপাধ্যক্ষ লুৎফর রহমানের বিরুদ্ধে কোটে দুর্নীতির মামলা দায়ের। কলেজের এডহক কমিটি কর্তৃক উপাধ্যক্ষ লুৎফর রহমানকে আবারো সাময়িক বরখাস্ত।
মামলাসূত্রে জানাযায়, হাজী ওয়াহেদ মরিয়ম অর্নাস কলেজে ২০২০ সালে অবৈধ তদবিরের মাধ্যমে উপাধ্যক্ষ পদে যোগদান করেন। যোগদানের পর থেকেই তৎকালীন অধ্যক্ষ আবু-বক্কর সিদ্দিক এর সাথে যোগসাজশ করে শুরু করেন অনিয়ম ও দুর্নীতির কার্যক্রম। বিভিন্ন সময় নানা অজুহাতে বিভিন্ন শিক্ষকদের চাকরি স্থায়ী করার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। ছাত্র-ছাত্রীদের থেকে বেতনের সাথে তুলে নিতেন অতিরিক্ত অর্থ। নানা অনিয়মের অভিযোগে ভিত্তিতে গত ২৫ আগষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান উপাধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করেন। এদিকে নানা অনিয়মের অভিযোগ তুলে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম মোকাম-বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত, সিরাজগঞ্জে একটি মামলা দায়ের করেন। যাহার মোকদ্দমা নম্বর স্পেশাল পিটিশন-০১/২০২৫। বর্তমানে মামলাটি দুর্নীতি দমন কমিশনে তদন্তধীন রয়েছে।
এ বিষয়ে অপসারিত উপাধ্যক্ষ মো: লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান,
মামলার ব্যাপারে আমি কিছু জানি না বা আমার কাছে কোন নোটিশ আসেনি।
এ ব্যাপারে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম জানান, কলেজের এডহক কমিটির সিদ্ধান্তক্রমে দায়িত্বপ্রাপ্ত হয়ে, শিক্ষকদের পদোন্নতির নামে টাকা আত্মসাৎ ,উপবৃত্তির ফরম বিতরণের টাকা আত্মসাৎ । এবং ভর্তি, কেন্দ্র ফ্রি , ফরম পুরন সহ বিভিন্ন টাকা আত্মসাৎ ও ফেরত দেওয়ার স্বার্থে প্রতিমাসে কলেজের তহবিল থেকে ২৫ হাজার টাকা করে আত্মসাৎ করেন । বিভিন্ন খাত থেকে টাকা আত্মসাৎ এর কারণে কলেজের বৃহত্তর স্বার্থে আমি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সিরাজগঞ্জ জেলা জজ কোর্টে মামলা দায়ের করি।