স্টাফ রিপোর্টার:
নেত্রকোণা বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে স্বামী , সন্তান বাড়িতে না থাকায় দেবরের হাতে প্রতিনিয়ত শারীরিক নির্যাতন, মানসিক অত্যাচার ও হামলার শিকার হতে হচ্ছে ভাবি মোছাঃ মিনফুর নাহারের।
১৪ ফেব্রুয়ারি বুধবার পূর্বের শত্রুতা কে কেন্দ্র করে বড় ভাইয়ের বউ মোছাঃ মিনফুর নাহারের উপর হামলা করে গুরুতর আহত করে দেবর আলী আহাম্মদের স্ত্রী সহ সন্তানেরা।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে মিনফুর নাহারের ছোট বৌয়ের স্বামী আল মামুন তালুকদার বাদী হয়ে ৫ জন্য কে আসামি করে বারহাট্টা থানায় এক মামলা দায়ের করে। মামলার আসামিরা হলেন মৃত মফিজ উদ্দিনের ছেলে আলী আহাম্মদ (৫০), আলী আহাম্মদের তিন ছেলে-মেয়ে সাফায়েত হোসেন (২২) , পুষ্প আক্তার (২১) তামান্না আক্তার (২৫), হাসিদা আক্তার (৪৫)। মঙ্গলবার ( ২০ ফেব্রুয়ারি) মামলার প্রদান আসামি আলী আহাম্মদকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করে ।
সরেজমিনে গিয়ে সংঘর্ষ হওয়ার কারণ জানতে চাইলে স্থানীয়রা জানায় আহত মিনফুর নাহারের স্বামী আলী আকবরের নামে বিদ্যুতিক মিটার থেকে অবৈধভাবে আসামি আলী আহাম্মদ নিজের স্বাক্ষর সহ ছবি দিয়ে মিটার থেকে বিদ্যুৎ ব্যবহার করেন। একপর্যায়ে বেশ কয়েক মাস একাধারে বিল পরিশোধ না করায় মিটারের বৈধ মালিক আলী আকবরের নামে বিদ্যুৎ অফিস কর্তৃক সরকার বাদী মামলা সহ জরিমান করা হয়। বিষয়টি সমাধান করার উদ্দেশ্যে স্থানিয় ময়মুরুব্বিরা মিলে আলী আহাম্মদের নামে সালিশ ডেকেও সমাধান করতে অপারক হন তাঁরা। সালিশ ডাকায় ক্ষিপ্ত হয়ে আলী আহাম্মদ আহত মিনফুর নাহারের আবাদি জমিতে ফসল ফলাতে অন্যায় ভাবে বাধা সৃষ্টি করায় এ সংঘর্ষ ঘটে। ঘটনার স্বীকার হয়ে মিনফুর নাহার গুরুতর আহত হয়ে নেত্রকোনণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আসামির আলী আহাম্মদের অসামাজিক কার্যকলাপে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী এই অন্যায় অবিচারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুবিচার প্রত্যাশা করে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন অভিযোগের সত্যতা পেয়ে মামলা দায়ের করা হয় ।একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।