আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে “সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা “স্থানীয় পর্যায়ের কর্মশালা ” অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আইএমইডি পরিকল্পনা মন্ত্রণালয় ও ট্রেইনিং ম্যানেজমেন্ট কনসালটেন্ট ইন্টারন্যাশনাল এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএমইডি প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর ৮ এর মহাপরিচালক শাহাদাত হোসাইন, পরিচালক কামাল হোসেন তালুকদার, উপ পরিচালক সোহেল মারুফ। কর্মশালার সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ও বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ। কর্মশালার শুরুতেই প্রকল্প পরিচালক রফিকুজ্জামান শাহ প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন এবং ফলাফল ইত্যাদি সুদূর প্রসারী ভাবনা উপস্থিত সকলের সামনে উপস্থাপন করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, “পরিবেশ রক্ষায় জনস্বার্থে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মানুষের জীবন, জীবিকা এবং জনস্বার্থ এই প্রকল্পের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত। প্রত্যেকের সহযোগিতায় এই প্রকল্পের কার্যক্রম সফল হতে পারে। ” কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান, পাইকবান্ধা রেঞ্জ কর্মকর্তা ফরহাদ জাহান লিটন, বনবিট কর্মকর্তা আনিসুর রহমান। বন ও পরিবেশ সুরক্ষায় মতামত ব্যক্ত করেন ১ নং ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, আজমল হোসেন শাহান চৌধুরী, নারী নেত্রী বেলী খাতুন, বৈষম্য বিরোধী ছাত্রনেতা আলমগীর হোসেন আরাফ, উপকারভোগী মহেশ পাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক, সাংবাদিক আবু মুসা স্বপন, সাংবাদিক নাজমুল হক।