মোঃ শাহাদত হোসেন (শিবগঞ্জ বগুড়া প্রতিনিধি) :আজ সোমবার সন্ধ্যা আট ঘটিকার সময় বিসিএল কোল্ড এস্টোরেজ বাবু মিয়ার মুদি দোকানের সামনে মোসাম্মৎ রিনা খাতুন নামের বয়স ২৮ মারা যায়। ঢাকাগামী মাল বোঝাই ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মহিলাটির মৃত্যু হয়। ঘটনা সূত্রে জানা যায় রিনা খাতুন মহাস্থানের আমিনুল ইসলামের মেয়ে।