স্টাফ রিপোটা নরসিংদী:
গত: ১৯ আগষ্ট রোজ বুধবার নরসিংদী সদর উপজেলা নজরপুর ইউনিয়নবাসী চেয়ারম্যান সাইফুল ইসলাম হক স্বপনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করছেন।উক্ত বিক্ষোভ সমাবেশে এলাকার সর্বসাধারণের উপস্থিত ছিল লক্ষনীয় শত শত প্রতিবাদকারী স্বপন চেয়ারম্যান এর প্রত্যাহারের দাবি জানান। বিক্ষোভ সমাবেশ আরো উপস্থিত ছিলেন পরিষদের ১২ জন ইউপি সদস্য/সদস্যা সকলেরই দাবি গত: ৫ আগষ্ট পুনরায় দেশ একটি স্বৈরশাসকের হাত হতে রক্ষা পাওয়ার পর হতে বিনা ভোটের চেয়ারম্যান সাইফুল হক স্বপন পরিষদে অনুপস্থিত থাকায় এলাকাবাসী তাদের কাঙ্ক্ষিত সেবা হতে বঞ্চিত হচ্ছেন। তাই বর্তমান চেয়ারম্যানের বহি:কার দাবি জানান সকলে। এই ব্যাপারে ইউপি সচিব মো: আরিফ হোসেন এর সাথে ফোনে আলাপ করলে তিনি এর সততা স্বীকার করে জানান চেয়ারম্যান সাইফুল ইসলাম হক স্বপন গত: ৬ আগস্ট ১ম অফিস হতে তিনি পরিষদে আসেনি এ যাবৎ পর্যন্ত শিগ্রই তাকে পরিবর্তন করে নেওয়া হতে পারে। নজরপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মো: জালাল উদ্দীন সরকার এর সাথে কথা বলে জানা যায়, গত নির্বাচনে আমার নিশ্চিত জয়কে দানবীয় কায়দায় আওয়ামীলীগ সরকার আমার বিজয়টাকে জোর করে ছিনিয়ে নিয়ে যায়। জনগণ ভোট দিতে পারেনি সকাল থেকে যখন আমার পক্ষে বিপুল ভোট পড়তেছে তখন সাধারণ ভোটারদেরকে ভয়-ভীতি দেখাইয়া ভোট কেন্দ্র থেকে তাড়িয়ে দেয়। এবং ওনারা জোরপূর্ব ভোট মেরে এবং পুলিশি হ্যারাসমেন্ট করে এবং মিথ্যা মামলা দিয়ে ফেল করেছিল।আমি জনগনের সেবক ছিলাম সেবক আছি ইনশাআল্লাহ থাকবো। আমি চাই শীগ্রই এই বিনা ভোটে নজরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন বাতিল করে পুনরায় নুতুন নির্বাচনের দাবি জানাই এবং পাশাপাশি এই দুর্নীতি বাজ চেয়ারম্যান স্বপনের বিচার চাই। এলাকাবাসীর একাধিক ব্যক্তির সাথে আলাপ করলে জানা যায় বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যান স্বপন এলাকায় সে এখন আসতে পারছে না ভয়ে কেন না সে জনগনের ভোটে নির্বাচিত হয়নি। বিনা ভোটে নির্বাচিত স্বপন চেয়ারম্যান কে বর্তমান অবস্থায় তাকে কেউ মেনে নিবে না। এইজন্য সে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। জনগণ ও দীর্ঘদিন যাবত সেবা থেকে বঞ্চিত হচ্ছে তাই নজরপুর ইউনিয়ন বাসী এই স্বপন চেয়ারম্যান এর বহিষ্কার দাবি করছেন।