মো. রাসেল শেখ,(নড়াইল জেলা) প্রতিনিধি।
নড়াইলে ‘চিত্রাপাড়ে সুলতান শীর্ষক’ দু’দিনব্যাপী আর্ট ক্যাম্প শুরু হয়েছে। বিশ^বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে অন্তরে বাংলা আর্টিষ্ট গ্রæপ আয়োজিত শুক্রবার সকাল সাড়ে ১০টায় সুলতান স্মৃতি সংগ্রহশালার শিশুস্বর্গে এ আর্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মূখার্জী,শিশুস্বর্গের সিনিয়র শিক্ষক চিত্রশিল্পী বলদেব অধিকারী, চিত্রশিল্পী কৃটি রঞ্জন বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি মলয় কুন্ডু,সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, চিত্রশিল্পী মেহেদী হাসান,শামসুল আলম,ফিরোজা আক্তার, হোসনা বানু, জোসনা মাহবুবা,সুশান্ত কুমার সাহা, মাসুদ রানা প্রমূখ। এ আর্ট ক্যাম্পে ঢাকা থেকে আসা ১২জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে শিল্পীরা সুলতান সংগ্রহশালা ঘুরে দেখেন। আর্ট ক্যাম্প উদ্বোধনকালে শিশুস্বর্গের শিক্ষার্থীসহ সুলতানপ্রেমীরা উপস্থিত ছিলেন। অন্তরে বাংলার সেক্রেটারি চিত্রশিল্পী মেহেদী হাসান বলেন, বিশ^বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে শিল্পী সুলতানের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরুপ দু’দিনব্যাপী এ আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকের শিশুরা আগামি দিনের ভবিষ্যত। বর্তমান প্রজন্মের শিশুদের মাঝে চিত্রকর্ম তুলে ধরে তাদেরকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।