মো. রাসেল শেখ, (নড়াইল জেলা) প্রতিনিধি।
নড়াইলে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ হয়েছে। শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক মোহম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আঞ্জুমান আরা। এছাড়া বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, মেয়র আঞ্জুমান আরা, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. মো. আলমগীর সিদ্দিকী, নড়াইল বারের সভাপতি অ্যাড. উত্তম কুমার ঘোষ, মাদক কর্মকর্তা মো. আব্দুস সালাম, এইড ফাউন্ডেশন অফিসার কাজী মোহম্মদ হাসিবুল হক প্রমুখ। বক্তৃতায় তাঁরা বলেন, তামাক উৎপাদন বন্দ করা প্রয়োজন। তামাক নিয়ন্ত্রণে ইচ্ছাশক্তিই প্রধান। প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করা প্রয়োজন।